টঙ্গীতে নবজাতকের মরদেহ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড মাছিমপুর এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। শনিবার ভোর রাতে মহদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভোর রাতে স্টেশন রোড এলাকার ড্রাগ ইন্টান্যাশনাল গলির ড্রেনের পাশ থেকে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, এটা একটা বেওয়ারিশ মরদেহ। আমরা কোনো অভিবাবকের খোঁজ পাইনি। তাছাড়া অভিবাবকের সন্ধান পেলে ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/০৬মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন