একটু আগুনে নিঃস্ব দুই পরিবার
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস কর্মীদের দায়িত্বে কোন অবহেলা ছিল না। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘণ্টাখানেক লেগে গেল। আর এ সময়ের মধ্যেই দুটি পরিবারের দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেল। এতে দুটি পরিবারের সদস্যরাই এখন দিশেহারা।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল পৌনে পাঁচটার দিকে টাঙ্গাইলের বাসাইলে। স্থানীয়রা জানায়, উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের জামিল মিয়ার ঘরে প্রথমে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে তা ছড়িয়ে পড়ে চাচাতো ভাই উজ্জ্বল মিয়ার বসতঘরে। আগুনে কয়েক মিনিটেই ২টি পরিবারের স্বপ্ন চুরমার হয়ে যায়। মাথাগোঁজার ঠাঁই হারিয়ে বিলাপ করছেন পরিবারের লোকজন। খবর পেয়ে বাসাইল ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত উজ্জ্বল ও জামিল অটোভ্যান শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে।
দুটি ঘরে নগদ ২৫ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
ক্ষতিগ্রস্ত উজ্জ্বল বলেন, আগুনের তেজ এত বেশি ছিল যে, ঘর থেকে কোনো ধরনের মালামাল বের করা সম্ভব হয়নি।
বাসাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম মিয়া বলেন, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ আগুনের সূত্রপাত হয়।
(ঢাকাটাইমস/৬মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন