বাকপ্রতিবন্ধী তাসলিমার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও
টাঙ্গাইলের ঘাটাইল মমরেজ গলগণ্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের বাকপ্রতিবন্ধী সেই ছাত্রী তাসলিমা আক্তার এবার এসএসসিতে জিপিএ-৩.২৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার এ সফলতায় বাবা-মা, আত্মীয়-স্বজন ও শিক্ষকসহ সবাই খুশি। ইতোমধ্যে তার আগামী দিনের লেখাপড়া দায়িত্ব নিয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিবন্ধী হিসেবে তার এ অর্জন অন্যান্য প্রতিবন্ধীদের লেখাপড়ায় উৎসাহ জোগাবে। দোয়া করি, তার এ সফলতা অব্যাহত থাকুক। তার লেখাপড়ার পুরো দায়িত্ব আমি নিয়েছি।
তাসলিমার মা রত্না বেগম বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমার মেয়ে যে ফলাফল করেছে- তাতে আমি অনেক খুশি। কিন্তু হতদরিদ্র মা-বাবা তাদের মেয়ের ভবিষ্যত শিক্ষা নিয়ে চিন্তিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খান বলেন, তাসলিমা একদম হতদরিদ্র। সরকারের কাছে একটা অনুরোধ তাসলিমার ব্যাপারটা যেন দেখে। প্রতিবন্ধী হিসেবে যে রেজাল্ট করেছে, আমি অনেক খুশি হয়েছি।
আমি আরো খুশি হয়েছি, ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন।
কৃষক বদর উদ্দিন ও শাহীনা বেগম দম্পতির একমাত্র মেয়ে তাসলিমা। তার স্বপ্ন লেখাপড়া করে শিক্ষক হবে।
(ঢাকাটাইমস/৬মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন