মে দিবস উপলক্ষে ফরিদপুরে চালক-মালিক সমাবেশ
মহান মে দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা অটোটেম্পু (মাহেন্দ্র) ড্রাইভার্স ইউনিয়ন ও মালিক সমিতি যৌথ সমাবেশ করেছে। শনিবার বিকালে জেলা শহরের ইমাম উদ্দিন স্কয়ারে এ সমাবেশ হয়। ফরিদপুর জেলা শ্রমিকলীগ এ কর্মসূচির আয়োজন করে।
মালিক ও চালকরা ঢাকঢোল-সানাই বাজিয়ে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
এর আগে দুপুরে কয়েক হাজার শ্রমিকের মধ্যে মে দিবসের তাৎপর্য নিয়ে পথসভা শেষে উন্নত খাবার বিতরণ করা হয়।
এসময় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাউফুল আলম লিমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কার্যকরী সভাপতি মো. শামচু মোল্লা, সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. হাকিম মিয়া, অটোটেম্পু মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাপস অধিকারী, সাধারণ সম্পাদক আবুল বাশার বাছের, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান কামু, অটোটেম্পু ড্রাইভার্স ইউনিয়নের যুগ্ম-সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. লিয়াকত আলী বাবু, কোতয়ালী থানা মোটরচালক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রামাণিক, কোষাধ্যক্ষ আবুল কাশেম মোল্লা প্রমুখ।
বক্তারা শ্রমিক অধিকার আন্দোলনে নিহত মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মালিক-শ্রমিক সমন্বয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
ফরিদপুরের উন্নয়নে অবিসংবাদিত নেতা উন্নয়নের রূপকার এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির আদর্শ ও প্রেরণায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন মালিক ও চালকরা।
(ঢাকাটাইমস/৬মে/এলএ)
মন্তব্য করুন