চট্টগ্রামে ট্রাক উল্টে ১৪ পুলিশ আহত

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মে ২০১৭, ২২:৩৬ | প্রকাশিত : ০৬ মে ২০১৭, ২২:২৪

চট্টগ্রামে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি উল্টে কর্মকর্তাসহ ১৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা সবাই শিল্প পুলিশের সদস্য। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরীর সাগরিকা টোল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহরা হলেন-কনস্টেবল হানিফ, ফারুখ, হান্নান, আবদুর হালিম, বিজয়, জাহাঙ্গীর, রফিক, ফিরোজ, জাকের, শফিক, হাফিজুর এবং চট্টগ্রাম শিল্প পুলিশের এএসআই মো. জাকির। বাকি দুজনের নাম জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গৌরি লাল চাকমা জানিয়েছেন, আহতদের মধ্যে দুই তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রাম শিল্প পুলিশের পরিচালক তোফায়েল আহমেদ জানান, পুলিশ সদস্যদের বহন করা একটি মিনি ট্রাক রাঙামাটির বেতবুনিয়া থেকে নগরীতে ফিরছিল। সাগরিকা টোল রোড এলাকায় পৌঁছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। আহত পুলিশ সদস্যরে চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/০৬মে/ব্যুরো প্রধান/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :