রাঙামাটিতে বাস-অটোরিকশা ধর্মঘট চলছে

রাঙামাটি প্রতিনিধি,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০১৭, ১০:০৪

সড়ক ও নৌ পথে যানবাহন চলাচলের নিরাপত্তার দাবিতে রাঙামাটিতে বাস মালিক সমিতি পরিবহন ধর্মঘট পালন করছে। এ কারণে রাঙামাটির সাথে অন্য জেলার বাস চলাচল বন্ধ রয়েছে।

রবিবার দিনব্যাপী এই কর্মসূচিতে সমর্থন করে সকাল থেকে অটোরিকশা চালক সমিতিও ধর্মঘটে নেমেছে। ফলে রাঙামাটি শহরেও যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

এদিকে ধর্মঘটে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাস মালিক সমিতির নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সম্প্রতি সময়ে পার্বত্য চট্টগ্রামে সড়কগুলোতে চাঁদাবাজি বেড়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হচ্ছে না। এমন অবস্থায় গত সপ্তাহে সাপছড়ি এলাকায় বাস ও ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এই কর্মসূচি দেয় বাস মালিক সমিতি। এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য ডাকা হলেও গত শুক্রবার এক ডাকাত গ্রেপ্তার হওয়ায় এই ধর্মঘট আজ রবিবার সন্ধ্যায় শেষ হবে জানিয়েছেন সমিতির নেতারা।

(ঢাকাটাইমস/০৭মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :