গাজীপুরে ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ২

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০১৭, ১৮:২৯
অ- অ+

গাজীপুরের শ্রীপুর উপজেলার সিঅ্যান্ডবি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে লেগুনাচালক জসিম উদ্দিনসহ দুইজন নিহত হয়েছেন।

মরদেহ আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন- ময়মনসিংহের শিমুলিয়া এলাকার শামসুল হকের ছেলে লেগুনাচালক জসিম উদ্দিন ও লেগুনাযাত্রী গাজীপুরের নয়াপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের সিঅ্যান্ডবি এলাকায় দাঁড়ানো একটি ট্রাকের পেছনে লেগুনা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনাচালক জসিম উদ্দিন এবং হাসপাতালে নেয়ার পথে লেগুনাযাত্রী জহিরুর ইসলাম মারা যান। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা