হাওরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার ত্রাণ বিতরণ শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০১৭, ২০:২৫
অ- অ+

বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর উদ্যোগে কিশোরগঞ্জ ও নেত্রকোনার বন্যা দুর্গত হাওর অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।

রবিবার কিশোরগঞ্জের বন্যাকবলিত হাওর অঞ্চলে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ শুরু হয়। এর আগে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বৃহত্তর ময়মনসিংহ সমিতির নেতারা।

ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি ও বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার আহ্বায়ক প্রকৌশলী মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার যুগ্ম মহা সচিব প্রফেসার শফিউদ্দিন, ত্রাণ বিতরণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. ইশরাফ হোসেন, ইটনা উপজেলা চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাছিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, রাশিদ উদ্দিন ভূঞা, সাংবাদিক মনোয়ার হোসাইন রনি প্রমূখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কিশোরগঞ্জে বন্যাকবলিত ছয়টি ক্ষতিগ্রস্ত উপজেলায় নয়শ পরিবারের মধ্যে ও নেত্রকোনার ছয়শ পরিবারকে ১০ কেজি চাল, এক হাজার করে নগদ টাকা বিতরণ করা হবে।

(ঢাকাটাইমস/০৭মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা