হবিগঞ্জে নিখোঁজের ৭ দিন পর শিশুর লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০১৭, ২০:৫৮
অ- অ+
ফাইল ছবি

হবিগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ থাকা এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে সদর উপজেলার ছোটবহুলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটকও করেছে পুলিশ।

নিহত সাত বছর বয়সী শিশু আকাশ ছোটবহুলা গ্রামের খুর্শেদ আলীর ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ছোটাবহুলা গ্রামের খুর্শেদ আলী এবং ইসমাইল মিয়ার মাঝে জমির ধান কাটা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে তাদের মাঝে মামলা মোকদ্দমাও হয়। কয়েকদিন আগে উভয় পরিবারের মাঝে ঝগড়া হয়। এ সময় ইসমাইল মিয়ার স্ত্রীকে গালিগালাজ করেন খুর্শেদ আলী ও তার পরিবারের লোকজন। এরপরই তার ৭ বছর বয়সী ছেলে আকাশকে হত্যার পরিকল্পনা করে ইসমাইল মিয়ার ছেলে সুমন মিয়া। সাত দিন আগে আকাশ নিখোঁজ হলে তার পরিবার হবিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে।

পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে ইসমাইল মিয়ার ছেলে সুমনকে শনিবার রাতে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে রবিবার ভোরে গ্রামের পার্শ্ববর্তী জমির পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

(ঢাকাটাইমস/৭মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা