পাবনায় ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০১৭, ২১:৩৯

পাবনার ঈশ্বরদীতে আজব লাল যাদব নামে ৫০ বছর বয়সী এক ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে তাকে বিষক্রিয়াজনিত কারণে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ভারতের বিহার প্রদেশের মাধুরাণী জেলার বাসিন্দা যাদব ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পাবনার ঈশ্বরদী উপজেলার রশিদ ওয়েল মিলে কর্মরত ছিলেন। ২০১৬ সালের অক্টোবর মাসে রশিদ ওয়েল মিল থেকে চাকরিচ্যুত হয়ে তিনি অন্যত্র চাকরি নেন।

শনিবার রাতে উপজেলার কালিকাপুর গ্রামের একটি বাড়িতে আসেন তিনি। রাতেই ওই বাড়ির লোকেরা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে যাদবকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয়।

তার মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মুত্যুরকারণ বলা যাচ্ছে না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

তবে চিকিৎসকরা জানান, বিষক্রিয়ায় আক্রান্ত হিসেবে যাদবকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক সাইফুল্লাহকে আটক করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/৭মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :