বরগুনায় জমি নিয়ে দুই সহোদরকে কুপিয়ে জখম
বরগুনায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত হয়েছেন। তাদেরকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, দক্ষিণ মনসাতলী এলাকার মৃত মোহাম্মদ চৌকিদারের ছেলে মো. মোতালেব চৌকিদার (৪২ ) ও তার ছোটভাই মো. বশির চৌকিদার (৩৫)
হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মো. মোতালেব চৌকিদার জানান, একই ইউনিয়নের পূর্ব ধূপতি গ্রামের মো. জাকারিয়া ও তার স্বজনদের সাথে ১১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে রবিবার ভোরে জাকারিয়া তার দলবলসহ এই জমিতে বসতঘর নির্মাণ করতে শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে মোতালেব ও বশিরকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা সদর হসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/০৭মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন