মির্জাপুরে নদীতে ডুবে ট্রাকচালকের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ডুবে জসীম নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বেলতৈল গ্রামের রফিক মিয়ার ছেলে।
বিকাল সোয়া চারটার দিকে স্থানীয় লোকজন জসীমের লাশ উদ্ধার করে।
জানা গেছে, ট্রাকচালক জসীম রবিবার দুপুরে একই উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকার একটি ইটভাটায় তার ট্রাকটি রেখে খাবার খেতে যান। কম সময়ে বাড়ি যেতে নদীর দক্ষিণ পার থেকে উত্তর পার যাওয়ার জন্য নদীর ওই স্থানে সাঁতার দেন। নদীর মাঝপথে যাওয়ার পর তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা ওই স্থানে উদ্ধার কাজ শুরু করে। পরে মির্জাপুর ফায়ার স্টেশনের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। বিকাল সোয়া চারটার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা জসীমের লাশ উদ্ধার করেন।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/৭মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন