পাটগ্রামে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ
কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৭ মে ২০১৭, ২২:৩৪
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করেছে গ্রাহকরা।
শনিবার রাত ১০টা ও রবিবার দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
ওই উপজেলায় বিদ্যুতের নানা সমস্যায় জর্জরিত গ্রাহকরা। এ উপলক্ষে পাটগ্রামে বিদ্যুতের দাবিতে বাইপাস মোড়ের উপশহরে টায়ারে আগুন দিয়ে মহাসড়কে অবরোধ করে প্রতিবাদ জানান শতাধিক গ্রাহক।
পরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর কর আশ্বাস দিয়ে অবরোধ তুলে নিতে আহবান জানালে তারা কর্মসূচি প্রত্যাহার করে।
(ঢাকাটাইমস/৭মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন