আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০১৭, ০৮:৪৯

সাভারের আশুলিয়ায় একটি ড্রেনের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। তার নাম মো. শাওন।

রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুরের দক্ষিণ তালপট্টি এলাকার একটি ড্রেন থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাওন নওগাঁর আত্রাই থানার পাতিপুর গ্রামের রহিম খানের ছেলে। তিনি তালপট্টি এলাকায় ভাড়া বাসায় থেকে পরিচ্ছন্নকর্মীর কাজ করতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, গত শনিবার সকালে ড্রেনের ময়লা পরিষ্কার করার কাজ করছিলেন শাওন। এ সময় বিদ্যুৎচালিত মোটর থেকে দুর্ঘটনাবশত তার ছিঁড়ে ড্রেনের পানিতে পড়লে বিদ্যুৎস্পৃষ্টে সেখানেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এলাকাটি নির্জন হওয়ায় ব্যাপারটি ওই সময় কারো নজরে আসেনি।

ঘটনার পর রবিবার সন্ধ্যায় এলাকাবাসীর খবরে শ্রীপুরের দক্ষিণ তালপট্টি এলাকার একটি ড্রেন থেকে শাওনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। কারো অভিযোগ না থাকায় মরদেহটি নিহতের স্বজনদের হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/৮মে/আইআই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :