টোল আদায় বন্ধের দাবি অটোচালকদের

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০১৭, ১৪:০৫

টোল আদায় বন্ধসহ ৭ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে গাইবান্ধা জেলা ব্যাটারিচালিত অটোবাইক চালক ইউনিয়ন। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সুখনগর এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি লাল মিয়া সরকার, গাইবান্ধা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার খান দুলু, গাইবান্ধা জেলা ব্যাটারিচালিত অটোবাইক চালক ইউনিয়নের উপদেষ্টা আবদুল কুদ্দুস চৌধুরী, সভাপতি মোকছেদ আলী ও সাধারণ সম্পাদক চাঁন ভান্ডারী, অটোচালক আবদুল মান্নান, শাহিন মিয়া, আবদুল কাইয়ুম প্রমুখ।

বক্তারা বলেন, দৈনিক অটোচালকদের কাছে থেকে বিভিন্ন সংগঠনের নামে ৩০ থেকে ৪০ টাকা আদায় করা হচ্ছে। বিভিন্ন অপকৌশলে চাঁদাবাজি চলছে, তা দ্রুত বন্ধ করতে হবে। অটোচালকদের মারধরের ঘটনা ঘটছে, যা নিন্দনীয়। অটোস্ট্যান্ড করতে হবে। এছাড়া যাত্রী ছাউনি নির্মাণ, শৌচাগার নির্মাণ ও যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের জন্য দাবি জানান বক্তারা।

পরে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/৮মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :