ডুয়েট শিক্ষার্থীকে মারধর: গাজীপুরে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০১৭, ১৫:৩৯

ভাড়া নিয়ে দ্বন্দ্বে বাস চালকের সহকারীর হাতে শিক্ষার্থী লাঞ্ছিতের প্রতিবাদে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, রবিবার ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজনকে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে পিটিয়ে আহত করে বলাকা পরিবহনের চালকের সহকারী ও কন্ডাকটার। পরে তাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে চলন্ত বাস থেকে ফেলে দেয়।

ঘটনার বিচার চেয়ে পরিবহন নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও এর কোনো সুরাহা হয়নি।

এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা বিক্ষোভ মিছিল করে ডুয়েটের মূল ফটকের সামনে অবস্থান নেন। এতে ঢাকা-শিমুলতলী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঘটনাটির সুষ্ঠু সমাধানের জন্য শ্রমিক নেতা ও শিক্ষার্থীসহ উভয়পক্ষকে নিয়ে পুলিশ বৈঠকে বসেছে। দ্রুত এর শান্তিপূর্ণ সমাধান হবে।

ঢাকাটাইমস/৮মে/এএইচ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :