গুইমারায় উপজাতি গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
খাগড়াছড়ির রামগড় লাগোয়া গুইমারা উপজেলার পাহাড়ি এলাকায় মহিনী ত্রিপুরা নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ও সেনা সদস্যরা।
নিহত মহিনী ত্রিপুরা গুইমারা উপজেলার দলাদলি পাড়ার সুমন ত্রিপুরার স্ত্রী।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার দলাদলি পাড়ার পাহাড়ের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সোমবার ভোর ৫টার দিকে বাড়ির পাশে পাহাড়ের নীচে কুয়া (পাহাড়ি খাদ) থেকে পানি আনতে যায় মহিনী ত্রিপুরা। কিছুক্ষণ পরে তার বড় ছেলে সুজন ত্রিপুরা কুয়ার পাশে মায়ের গলাকাটা লাশ দেখতে পায়।
তার চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা সকাল ৮টা দিকে ঘটনাস্থলে গিয়ে মহিনী ত্রিপুরার গলাকাটা লাশ উদ্ধার করে।
কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করতে না পারলেও পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত করছে বলে জানিয়েছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জোবায়েরুল হক। লাশ ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/৮মে/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন