মসলায় ইট কাঠ ও তুষের গুঁড়া, জরিমানা
ময়মনসিংহের গফরগাঁওয়ের ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ ভেজাল মসলা উদ্ধার করেছে। এই অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমান। এ সময় উদ্ধারকৃত ভেজাল মসলা ব্রহ্মপুত্রের চরে নিয়ে পুড়িয়ে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পৌর এলাকার বলাকা, যমুনা ও চান্দু কমিশনারের মসলা মিল থেকে ২৭৪ কেজি ইটের গুঁড়া মেশানো মরিচ, পঁচা মরিচ, কাঠের গুঁড়া মেশানো হলুদ, ধানের তুষ মেশানো ধনিয়া উদ্ধার করে।
এছাড়া নোংরা পরিবেশে ধুলোবালি মিশ্রিত মসলা ব্যবহারের অপরাধে আনিশা আপ্যায়ন হোটেলকে পাঁচ হাজার, মসলার সাথে ভেজাল মেশানোর দায়ে কামাল অটো মসলা মিলকে তিন হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
(ঢাকাটাইমস/০৮মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন