মুক্তিযোদ্ধা কাউন্সিল ও পর্যটন করপোরেশনে নতুন চেয়ারম্যান
প্রশাসনের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ পর্যটন করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের স্ট্রেংদেনিং একসেস টু ল্যান্ড অ্যান্ড প্রপার্টির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) শামসুল আলমকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক করা হয়েছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) হরিপ্রসাদ পালকে ভূমি আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান কবিরকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ স্রেডার সদস্য (অতিরিক্ত সচিব) কে এম আব্দুস সালামকে হোটেলস ইন্টারন্যাশনাল লি. (এইচআইএল) এর ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
বেজা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আইয়ুবকে বেজার নির্বাহী সদস্য করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৮মে/জেবি)
মন্তব্য করুন