সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০১৭, ২১:০৭
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জের পাইনাদী পশ্চিমপাড়া এলাকায় ডিকে নামের একটি মশার কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত ঐ মশার কয়েল কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করে। একই সময় গ্যাস সংযোগের কাজে ব্যবহৃত দুটি রাইজার, চারটি বার্নার, ৪০ফুট পাইপসহ আনুসাঙ্গিক সরঞ্জাম জব্দ এবং কারখানার দুটি অবৈধ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. জাফরুল আলম ও সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার জানান, একটি মহল গ্যাস চুরি করে কারখানায় ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিচ্ছে। এ প্রেক্ষিতে জেলা প্রশাসন এবং তিতাস গ্যাসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আনুষাঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল কবির, সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম ও সহকারী কারিগরি কর্মকর্তা আব্দুল আজিজ প্রমুখ।

(ঢাকাটাইমস/৮মে/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :