ফরিদপুরে ‘ডাকাতদের’ দুই পক্ষে গোলাগুলি, নিহত ২
ফরিদপুরের বাইপাস সড়কের আলালপুর এলাকায় ‘ডাকাতদের’ দুই পক্ষে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে ডাকাত দলের দুই পক্ষে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন বলে দাবি পুলিশের।
তারা হলেন- পাভেল ও সবুজ। নিহতদের বিস্তারিত পরিচয় জানা না গেলেও তাদের বাড়ি ফরিদপুর শহরে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোরে এই গোলাগুলি হয়।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ভোরে শহরের আলালপুর এলাকায় ডাকাতদের দুই পক্ষ গোলাগুলি শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের দেখে পালিয়ে যায়। পরে সেখানে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসপি আরও জানান, নিহতদের প্যান্টের পকেট থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদউদ্দিন জানান, নিহতদের মাথায় গুলির আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
ঢাকাটাইমস/৯মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন