কিশোরগঞ্জে একাধিক বাল্যবিয়ে, কারাগারে ভুয়া কাজি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০১৭, ১২:৫৫
অ- অ+
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় নিকাহ রেজিস্ট্রার কাজি না হয়ে অর্থলোভে একাধিক বাল্যবিয়ে পড়ানোয় দায়ে মো. তারেক রানা নামে এক ব্যক্তিকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম আনিসুল ইসলাম এ রায় দেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ইটনার মধ্যপাড়া বড়হাটি গ্রামের আব্দুল কাদিরের ছেলে মো. তারেক রানা দীর্ঘদিন ধরে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থের বিনিময়ে নিজে কাজী সেজে একাধিক বাল্যবিয়ে পড়ানোর কাজ করছিলেন। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় নকল নিকাহ ফরম তৈরি করে তিনি একাধিক স্কুলছাত্রী ও অপ্রাপ্ত নাবালিকাকে বিবাহ সম্পন্ন করেন। এ ব্যাপারে ইটনার পশ্চিমগ্রাম বানিয়াহাটি গ্রামের মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে গত ১৯ জানুয়ারি আমল গ্রহণকারী কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-০৪ এ একটি মামলা (নং-১৭/১৭) করেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক সমন জারি করলে আসামি আদালতে হাজির হয়ে জামিনা প্রার্থনা করেন। আদালত দুইপক্ষের আইনজীবীদের শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া বিচারের জন্য প্রস্তুত বিধায় মামলাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বদলির রায় দেন। বাদীপক্ষে অ্যাডভোকেট শাহ কামাল এ এ সাইদুল হক বিপ্লব, অ্যাডভোকেট লিংকন ও আসামিপক্ষে অ্যাডভোকেট খলিলুর রহমান ও অ্যাডভোকেট রাম কৃষ্ম মামলাটি পরিচালনা করেন।

(ঢাকাটাইমস/০৯মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে: প্রধান উপদেষ্টা
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে নতুন নির্দেশনা
ভাসানী এক মহীরুহের অগ্নিক্ষরা সংগ্রামী জীবন: বাংলাদেশ ন্যাপ
বিজ্ঞাপন নির্মাতা তারেক মাহমুদ সুমনের নতুন সিএসআর ক্যাম্পেইন: ‘পাবলিকের টয়লেট হোক বন্ধ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা