যশোরে বস্তাবন্দি অবস্থায় জীবিত বৃদ্ধ উদ্ধার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০১৭, ১৩:০৭

এক রুগ্ন বৃদ্ধকে জীবিত অবস্থায় বস্তাবন্দি থেকে উদ্ধার করেছে যশোরের শার্শা থানা পুলিশ। কে বা কারা তাকে বস্তায় বন্দি করে ফেলে রেখে গিয়েছে তা জানা যায়নি। জীর্ণশীর্ণ এই বৃদ্ধ লোকটি শুধু নিজের নামটি বলতে পারছেন বিল্লাল হোসেন। তিনি কোনো ঠিকানা বলতে পারছেন না। তার বয়স সত্তরের বেশি বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ। বৃদ্ধকে সুস্থ করতে নিবিড় চেষ্টা চালাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাভারন হাসপাতালের) চিকিৎসক-সেবিকারা।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আমড়াখালি এলাকায় মহাসড়কের পাশে একটি বস্তা নড়ে ওঠে। এ দৃশ্য পথচারীদের চোখে পড়ে বস্তাটি নড়ে চড়ে উঠার দৃশ্যটি। তখন স্থানীয়রা এগিয়ে গিয়ে বস্তার মুখটি ধরে টান দিতেই পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার মুখ খুললে দেখা যায়, অজ্ঞাত এই ব্যক্তি জীবিত রয়েছেন, শ্বাস-প্রশ্বাস চলছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজামান জানান, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে এ বৃদ্ধকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এ এফ এম মঈনুদ্দিন বলেন, রুগ্ন মৃতপ্রায় অবস্থায় ভর্তি করা বৃদ্ধকে সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে। একটু সুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এলাকাবাসীর ধারণা, বৃদ্ধের স্বজনরাই তাকে বস্তাবন্দি করে এখানে ফেলে রেখে গেছে।

(ঢাকাটাইমস/০৯মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :