ফরিদপুরে ডাকাতির লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৮

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০১৭, ১৫:৩৫
অ- অ+

ফরিদপুরে ডাকাতি হওয়া লুণ্ঠিত স্বর্ণালংকারসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১২ ভরি পাঁচ আনা স্বর্ণ, ৩০ হাজার টাকা এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা পিএমএম জানান. গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ দুই নারীসহ আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এসপি বলেন, গ্রেপ্তারকৃতরা হলেন, রনি চক্রবর্তী, রাজু চক্রবর্তী, সুষম সরকার, সুখচান পাল, হায়দার মোল্লা ও শম্ভুনাথ পাল। এদের সবার বাড়ি গাজীপুর জেলার বিভিন্ন স্থানে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পারভীন আক্তার এবং মিম জামান। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/০৯মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী স্বামীর ৩২ লাখ টাকা নিয়ে সন্তানসহ উধাও স্ত্রী
কে হচ্ছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জানা যাবে আজ
দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তি’ নির্বাচিত ট্রাম্প
গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা