মেসির বিপুল সংগ্রহশালায় নেই রোনালদোর জার্সি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০১৭, ১৯:৩৫

লিওনেল মেসির সখ হলো ফুটবলারদের জার্সি সংগ্রহ করা৷ সোশ্যাল মিডিয়ায় এ’নিয়ে একটি ছবি তিনি পোষ্ট করেছেন৷

১৩ বছরের ক্যারিয়ারে বিশ্বকাপ জয় ছাড়া প্রায় সব কিছুই আর্জেন্টাইন ফুটবল সম্রাট অর্জন করেছেন৷ এক দশকের বেশি সময় ধরে অজস্র টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন তিনি৷ তাই তাঁর সঙ্গে জার্সি বদল করেছেন এমন ফুটবলারের সংখ্যা কম নয়৷ তাদের মধ্যে যেমন আছেন অখ্যাত রিয়াল সোসিয়াদ ফুটবলার জাভি প্রিয়েটো,কাতারের ফুটবলার ইউসুফ এল আরাবি তেমনি আছেন থিঁয়েরি অঁরি,রাউল,তোত্তি,ফিলিপ লামের মতো বিশ্ববিখ্যাত তারকারাও৷

তবে মেসির সংগ্রহে সবচেয়ে বেশি জার্সি আছে আর্জেন্টিনার ফুটবলারদেরই৷ মজার ব্যাপার হলো, তাঁর সংগ্রহে নেই ক্রিশ্চিয়ানো রোনালদোরর জার্সি!

কিন্তু কেন? মেসি এ’ব্যাপারে বলেছেন,‘ আমি মাঠে সাধারণত বিপক্ষের কারোর সঙ্গে জার্সি অদলবদল করি না৷ যদি প্রতিপক্ষ দলে কোনও আর্জেন্টানিয়ান থাকে তাহলেই আমি তার সঙ্গে জার্সি বদলাই৷ যদি আর্জেন্টানিয়ান না থাকে তাহলে যে আমার সঙ্গে জার্সি বদলাতে চায় তার সঙ্গেই আমি পরিবর্তন করি৷ আর এখনও পর্যন্ত আমি জিনেদিন জিদানকেই একমাত্র জার্সি পরিবর্তনের কথা জিজ্ঞাস করেছিলাম৷ ’

(ঢাকাটাইমস/৯মে/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :