চাঁদপুরে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু, আহত তিন নারী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০১৭, ২০:২৮
ফাইল ছবি

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। একই সময়ে পৃথক বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন তিন নারী।

মঙ্গলবার বিকেল তিনটায় রাজরাজেশ্বর এলাকার প্রধানিয়া বাড়িতে ও ঢালী কান্দি এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজরাজেশ্বর এলাকার ঢালী কান্দির দুলাল সর্দারের স্ত্রী সেলিনা বেগম (৩০) ও ছেলে ইয়াছিন সর্দার (১০)।

আহতরা হলেন- একই এলাকার লাকী আক্তার (৩৫), রাবেয়া বেগম (৩২) ও ফাতেমা আক্তার (৩০)।

ঘটনাটি ঘটেছে,গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় রাজরাজেশ্বর এলাকার প্রধানিয়া বাড়িতে ও ঢালী কান্দি এলাকায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজরাজেশ্বর এলাকার সাবেক চেয়ারম্যান মো: আবুল প্রধানিয়া ও বর্তমান মেম্বার মো: রনি প্রধানিয়া।

জানা যায়, দুপুর তিনটার দিকে সেলিনা বেগম (৩০) ও ছেলে ইয়াছিন সর্দার(১০) পুকুরে গোসল করছিলেন। এসময় বজ্রপাতে তারা দুজন গুরুতর আহত হয়ে পড়েন। তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই একই সময় রাজরাজেশ্বর এলাকার প্রধানিয়া কান্দি এলাকায় তিন গৃহবধূ তাদের ঘরের পিড়া মাটি দিয়ে লেপতে ছিলেন। এ সময় পাশেই বজ্রপাত হলে বিকট শব্দে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে এনে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক মো. রায়হান আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

(ঢাকাটাইমস/০৯মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :