ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল দুই বাসযাত্রীর

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মে ২০১৭, ০৯:১৭ | প্রকাশিত : ১০ মে ২০১৭, ০৮:৫০
ফাইল ছবি

যশোরের অভয়নগরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বাস উল্টে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন কদবানু ও নুরজাহান। এছাড়া এ ঘটনায় অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন। হতাহতরা আকিজ জুট মিলের শ্রমিক।

বুধবার রাত ১১টার দিকে নওয়াপাড়ার তালতলা রেলক্রসিংয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান সেখানে ছিলেন না বলে অভিযোগ করছেন আহতরা। দুর্ঘটনার পর খুলনা থেকে রাজধানীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নওয়াপাড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রোস্তম আলী জানান, রাতে খুলনা থেকে একটি ট্রেনের ইঞ্জিন যশোর যাচ্ছিল। ওই সময় আকিজ জুট মিলস লিমিটেডের শ্রমিকবাহী একটি বাস নওয়াপাড়া তালতলা রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনটির ধাক্কায় সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক নিহত এবং ৩০ জন আহত হন।

অভয়নগর থানার (পরিদর্শক, তদন্ত) আব্দুর রহিম জানান, নিহত দুইজনের বাড়ি মণিরামপুর উপজেলার মনোহরপুর এলাকায়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের লাশ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়রা সম্মিলিতভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত বেশ কয়েকজনকে নেয়া হয় খুলনা হাসপাতালে।

আহত শ্রমিক এবং স্থানীয়রা জানান, তালতলা রেলক্রসিংয়ে হাসান আলী নামে একজন গেটম্যান দায়িত্ব পালন করেন। কিন্তু দুর্ঘটনার সময় তাকে আশপাশে দেখা যায়নি। এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :