শ্রমিকের মজুরি আর জোঁকের যন্ত্রণায় বিপাকে কৃষকরা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০১৭, ১৩:০৩| আপডেট : ১০ মে ২০১৭, ১৩:২৭
অ- অ+

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রয়োজনীয় কৃষি শ্রমিকের অভাবে চাষিরা তাদের জমির পাকা ধান কাটতে পারছেন না। বর্তমানে কৃষি শ্রমিকের মজুরি দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এখানে কৃষি শ্রমিকের মজুরি ৬০০ থেকে ৭০০ টাকা। তাও শ্রমিকরা বিকাল চারটার পর আর ধান কাটবে না বলে শর্ত জুড়ে দেন। এছাড়া জেলার বিভিন্ন বিলে ব্যাপক জোঁকের উপদ্রপ দেখা দিয়েছে। জোঁকের কামড়ের ভয়ে কৃষি শ্রমিকরা ধান কাটছেন না। এতে বিপাকে পড়েছেন ধানচাষিরা।

কটিয়াদীর রামদী গ্রামের কৃষক আকরাম আলী ঢাকাটাইমসকে জানান, অধিক মূল্য দিয়েও জমির ধান কাটতে পারছেন না। এছাড়া জেলার বিভিন্ন বাজারে বিভিন্ন কীটনাশক ওষুধ থাকলে জোঁক নিধনের কোনো নির্দিষ্ট ওষুধ পাওয়া যাচ্ছে না। দেশি নামিদামি বিভিন্ন কোম্পানি থাকলেও তারা জোঁক মারার ওষুধ এখন পর্যন্ত বাজারজাত করেনি।

এ বিষয়ে একাধিক কোম্পানির কীটনাশক ওষুধ বিক্রয় প্রতিনিধির কাছে জানতে চাইলে তারা জোঁক নিধনের কোনো ওষুধ নেই বলে জানান।

কটিয়াদী উপজেলা কৃষি অফিসার হুমায়ু কবীর ঢাকাটা্‌মিসকে বলেন, ধান কাটার শ্রমিকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই কৃষকদের ধান কাটার যান্ত্রিক পদ্ধতির দিকে অগ্রসর হতে হবে। কৃষকদের সুবিধার্থে সরকার ভর্তুকির মাধ্যমে সহজ শর্তে ধান কাটার যন্ত্র দিচ্ছে এবং কৃষকদের উৎসাহ প্রদান করছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাত্তরের মতো ২৪-এ গণকবর দিয়েছে শেখ হাসিনা: রাশেদ প্রধান 
ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত
গাইবান্ধার চরাঞ্চলের নারী উদ্যোক্তাদের প্রকাশ্যে ঋণ দিল এনআরবিসি ব্যাংক
সুশাসন নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা