পুকুরে বিষ, মরে গেছে ২৫ লাখ টাকার মাছ

প্রকাশ | ১০ মে ২০১৭, ১৪:০৮ | আপডেট: ১০ মে ২০১৭, ১৪:৪২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর শহরের কমলাপুরের (ডিআইবি বটতলার) একটি পুকুরে শত্রুতাবশত প্রতিপক্ষ বিষ প্রয়োগ করেছে। এতে অন্তত ২৫ লাখ টাকার মাছ মেরে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তের।

পুকুরের মালিক মো. আশিকুর রহমান জানান, পাঁচ বছর ধরে ওই পুকুরে সৌখিনভাবে মাছ চাষ করে আসছিলেন তিনি। এরই মধ্যে পাঁচ থেকে আট কেজি ওজনের চিতল ও রুই মাছ তৈরি হয়েছে।

তিনি জানান, বুধবার ভোরে হঠাৎ পুকুরের মাছ ভেসে উঠে মরে যেতে দেখা যায়। কিছু মাছ সংগ্রহ করা হলেও মাছ দ্রুত মরে যাওয়ায় এলাকাবাসী উন্মুক্তভাবে মাছ ধরে নিয়ে যায়।

তিনি আরো জানান, পুকুরে অন্তত ২৫ লাখ টাকার মাছ ছিল। একদিন আগেও ওই পুকুরের পাঁচটি মাছ ত্রিশ হাজার টাকায় বিক্রি করা হয়।

পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে ধারণা করে তিনি জানান, প্রতিবেশীর সাথে একদিন আগে কথা কাটাকাটি হলে তারা ক্ষতি করার হুমকি দেয়। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার এএসআই রিজাউল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/এলএ)