সাদুল্যাপুরে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
 | প্রকাশিত : ১০ মে ২০১৭, ১৫:৪৭

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানা হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, ফৌজদারি মামলা আদালতে গৃহিত হওয়ায় ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম নওশাকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ ব্যাপারে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রহিমা খাতুন জানান, রফিকুল ইসলাম নওশার বরখাস্তের বিষয়টি শুনেছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নওশা ফল ঘোষণায় অনিয়মের আশঙ্কায় অভিযোগ তুলে কর্মী-সমর্থকদের নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। পরে ইউএনও, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় ১০ জন আহত ও লেবু মণ্ডল নামে এক ব্যাংক কর্মকর্তা আহত হয়ে মারা যান। এ ঘটনায় রফিকুল ইসলাম নওশাকে প্রধান আসামি করে ৪২ জনের উল্লেখ করে অজ্ঞাত ৩ হাজার লোককে আসামি করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক রনি কুমার দাস ও এসআই রামজীবন ভৌমিক বাদী হয়ে সাদুল্যাপুর থানায় পৃথক দুটি মামলা করেন।

(ঢাকাটাইমস/১০মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :