কিশোরগঞ্জে ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ’ পালিত

প্রকাশ | ১০ মে ২০১৭, ১৫:৫৯

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার কিশোরগঞ্জে ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ’ পালিত হয়েছে। ‘নিরাপদ সড়ক চাই’ কিশোরগঞ্জ জেলা শাখা জাতিসংঘ ঘোষিত দিবসটি উদযাপন করে।

সকাল ১০টায় কিশোরগঞ্জ রংমহল চত্বরে এক মানববন্ধনের আয়োজন করে ‘নিরাপদ সড়ক চাই’। এতে দুই শতাধিক লোক অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামিল। এসময় আরও উপস্থিত ছিলেন (নিসচা) উপদেষ্টামণ্ডলীর সদস্য বাবু প্রদীপ কুমার সরকার, সভাপতি মো. মতিউর রহমান ভূঞা, সহ-সভাপতি মো. ফিরোজ উদ্দীন ভূঞা, সহ-সভাপতি তৌফিকুজ্জামান খান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শফিক কবীর, সহ-সাধারণ সম্পাদক সেলিম জাবেদ, অর্থ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম মুহসিন, দপ্তর সম্পাদক মো. এমদাদুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মো. শামসুল আলম শাহীন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী, সমাজ সেবা ও  ক্রীড়া বিষয় সম্পাদক নিজাম উদ্দিন শাহীন, যুব বিষয়ক সম্পাদক এমদাদুল হাই শাহীন, মহিলা বিষয়ক সম্পাদিকা নারী নেত্রী বিলকিছ বেগমসহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলরা।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি তার বক্তব্যে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ক বিস্তারিত তুলে ধরেন। মানববন্ধন শেষে প্রধান অতিথি নিজ হাতে এবং দায়িত্বশীলদের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক প্রায় পাঁচ হাজার লিফলেট পথচারী, চালক ও যাত্রী-জনসাধারণের মাঝে বিতরণ করেন।

লিফলেট বিতরণ শেষে স্থানীয় নাট্যশিল্পীদের উপস্থাপনায় সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে সচেতনতামূলক মনোমুগ্ধকর পথনাট্য পরিবেশন করা হয়।

(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/জেবি)