কুমিল্লায় র‌্যাব-পুলিশের ওপর হামলাকারী পাঁচজন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০১৭, ২০:১৩

কুমিল্লায় র‌্যাব ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পাঁচ পালাতম আসামি গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার ষোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও বাবুর্চি বাজার এলাকা থেকে পৃথকভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরপর বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার ষোলপাশা ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে ইয়াছিন (২৬), একই এলাকার মমতাজ মিয়ার ছেলে রুবেল (২৬), সিরাজ মিয়ার ছেলে বেলাল (৩৭), মতু মিয়ার ছেলে কামাল মিয়া (৩২) ও একই গ্রামের জুয়েল (৩৬)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল ফয়সাল জানান, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বাবুর্চি বাজার এলাকায় মাদক ও চোরাকারবারীদের আটক করতে গেলে র‌্যাব ও পুলিশের পৃথক টিমের ওপর হামলা চালায়। এতে চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই হাসানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ওসি বলেন, ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা দীর্ঘদিন যাবত পালাতক ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ষোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও বাবুর্চি বাজার এলাকা থেকে ওই পালাতক পাঁচ আসামিকে গেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :