ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার দাড়িয়া পুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বলেন , সকালে সদর উপজেলার দাড়িয়াপুর এলাকার মূল সড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির বুকের বাম পাশে গুলি ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।
(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন