টাঙ্গাইলে মুরগির ফার্ম থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশ | ১১ মে ২০১৭, ১৮:১৮

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের সখীপুরে মুরগির ফার্ম থেকে রাইসুল ইসলাম (১৬) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বড়চওনা-কুতুবপুর কলেজ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাইসুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

জানা যায়, প্রায় দেড় মাস আগে রাইসুল ইসলাম ওই এলাকার নুরুল ইসলামের লেয়ার মুরগির ফার্মে কাজ নেন। প্রতিদিনের মতো তিনি বৃহস্পতিবার ভোরে উঠে ফার্মের লেয়ার মুরগিকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে ঘুম থেকে উঠতে দেরি দেখে ফার্মের মালিক নুরুল ইসলাম এসে অনেক ডাকাডাকি করতে থাকেন। ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজার নিচ দিয়ে রাইসুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা সেটি খতিয়ে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/ইএস)