নাটোরে হামলায় ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০১৭, ১৮:২৫

নাটোরের গুরুদাসপুরে উপজেলা আইনশৃঙ্খলার মাসিক সভায় প্রবেশ নিয়ে পৌর মেয়র সমর্থকদের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় আরও পাঁচজন সাধারণ মানুষ আহত হন। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে গরুদাসপুর উপজেলার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হামলায় আহত গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলার মাসিক সভার নির্ধারিত সময় ছিল। সভার প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। সভা শুরুর আগ মুহূর্তে গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লার সমর্থকরা একটি মিছিল নিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় মিছিলকারীরা পুলিশের ওপর হামলা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করলে মিছিলকারীরা পালিয়ে যায়।

হামলায় থানার উপ-পরিদর্শক সাইদুজ্জামান, সাইফুল ইসলাম ও তিনজন কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :