সংঘর্ষে সড়কে প্রাণ গেল পিকআপ চালকের
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে পিকআপের চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাজেন্ট জাহাঙ্গীর আলম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মাছবোঝাই একটি পিকআপ উপজেলার কান্দিলায় পৌঁছলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত ও হেলপার আহত হন।
তিনি বলেন, এ ঘটনার পর বাস ও বাস চালককে পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন