উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা থাকতে হবে: বনমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০১৭, ২১:২৯

জাতীয় পার্টির (একাংশ)-এর চেয়ারম্যান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘সরকারি কর্মচারীও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে উন্নয়ন কাজসহ সকল সেবামূলক কাজ করার মানসিকতা থাকা জরুরি। মানুষের ভাগ্য পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে উপজেলা পরিষদ তথা প্রশাসনিক ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। উন্নয়নমূলক কাজ যাতে সুষ্ঠুভাবে করা যায়, এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্রের নজরদারি থাকবে- কিন্তু হস্তক্ষেপ বাঞ্চনীয় নয়।’

মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সমস্যা আছে, সমস্যা থাকবে। এর মধ্যেই কাজ করে যেতে হবে। যে কোন উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। জনগণের সামনে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। আমাদের রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তা উন্নয়নের ক্ষেত্রে সেই মতভেদ বাধা হয়ে দাঁড়ানো কাম্য নয়।’

তরুণ প্রজন্মের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণ প্রজন্মের মধ্যে যে গতির সঞ্চার হয়েছে- তা আমাদের আশাবাদী করে তুলেছে। যা আমাদের ভবিষ্যতকে আরো সম্ভাবনাময় করে তুলবে।’

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তারের সুমীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, জাতীয় পার্টির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম প্রমুখ।

(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :