রূপগঞ্জে পিকআপভ্যান উল্টে যুবক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী পিকআপ ভ্যান উল্টে আবুল কালাম (৩০) নামে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ^রোড সড়কের (৩০০) ভুইয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম নরসিংদী জেলার মাদবদী এলাকার সাত্তার মিয়ার ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ডুমনি-পাতিরা এলাকার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আবুল কালামের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইকবাল হোসেন জানান, ১০ থেকে ১২ জনের মতো যাত্রী নিয়ে একটি পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো।
দুপুরে কাঞ্চন-কুড়িল বিশ^রোড সড়কের (৩০০ ফুট) ভুইয়া বাড়ি এলাকায় পৌঁছলে চাকা পাংচার হয়ে গেলে পিকআপটি উল্টে যায়। এসময় পিকআপভ্যানে থাকা অন্তত আট জন আহত হন।
এদের মধ্যে কয়েক জনকে গুরুতর অবস্থায় আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি পুলিশ উদ্ধার করেছে।
(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন