এসএসসিতে সাফল্য: ভবিষ্যৎ পড়াশোনায় ইমরানের বাধা দারিদ্র্য
অভাব-অনটনের কারণে মেধাবী ইমরান মিয়া লস্করের উচ্চ শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। ইমরানের ইচ্ছে উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করা। কিন্তু দারিদ্য তার এ পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের দিন মজুর ছুট্টো মিয়া লস্কর ও রাহেলা খাতুনের ছেলে এবার ছাতিয়াইন বিশ্বনাথ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। ভিটে মাটি সামান্য জমি ছাড়া অন্য কোন সঞ্চয় নেই তার বাবার। আটজনের সংসার। একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি তার পিতা।
পরিবারে নানা অভাব-অনটন থাকলেও তা কখনো ছেলে কে বুঝতে দেননি মা-বাবা। তাদের মুখে হাসি ফুটাতে সবর্দা চেষ্টা করেছেন। কিন্তু দরিদ্র পিতার পক্ষে তো সব চাহিদা পূরণ করা সম্ভব না। ইমরানও বুঝতে পারে পিতার না বলা কষ্ট। তাই চেষ্টা চালিয়ে যেতে থাকেন ভাল ফলাফল করে পিতার মুখে হাসি ফুটাতে। সেই চেষ্টার ফসল হয় ইমরান। এখন স্বপ্ন একটি ভাল কলেজে ভর্তি হবার। কিন্তু বাঁধ সাধছে অভাব-অনটন। ভাল কলেজে ভর্তি হয়ে খরচ চালানোর মত সমর্থ নেই তার পরিবারের।
(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন