ত্রাণের চাল নিম্নমানের বলে বিক্রি করে দিচ্ছেন গ্রহিতারা
সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তরা উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’র দেয়া ত্রাণের চাল নিম্নমানের ও খাওয়ার উপযোগী না হওয়ায় বিক্রি করে দিচ্ছেন।
সম্প্রতি তাহিরপুর উপজেলা ব্র্যাক অফিস তাদের সদস্য ও হাওর এলাকার ফসলহারা ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫ পরিবারের মাঝে ৩০ কেজি চাল ও নগদ ৫শ টাকা বিতরণ করে।
ভাটি তাহিরপুর গ্রামের ব্র্যাকের ত্রাণ গ্রহিতা খুসবুল মিয়া বলেন, তাহিরপুর বাজারে বর্তমানে চালের কেজি ৪৪ টাকা। ব্র্যাকের ত্রাণের চাল আমি বিক্রির জন্য বাজারে গেলে দোকানদার কিনতে অপারগতা প্রকাশ করে। পরে আমি প্রতিবেশী আফাজ উদ্দিনের নিকট ৩০ কেজি চাল ১০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছি।
একই গ্রামের আশরাফুল আজম বলেন, ব্র্যাকের ত্রাণের মোটা চাল খেয়ে পেটে অসুখ হওয়ায় ওই চাল প্রতিবেশী আফাজ উদ্দিনের নিকট বিক্রি করে দিয়েছি।
চালক্রেতা আফাজ উদ্দিন বলেন, ব্র্যাকের ত্রাণের চাল নিম্নমানের ও পচা। তাই অনেকেই ওই চাল খাচ্ছেন না। আমি গরিব মানুষ, তাই এ সুযোগে ১০ টাকা কেজি দরে চাল কিনে নিচ্ছি।
ব্র্যাক তাহিরপুর শাখার ম্যানেজার পন্যুয়েল পান্থা বলেন, আমাদের চাল খারাপ- এ ধরনের কোন অভিযোগ কেউ করেননি।
(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন