১২ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে পাচারের সময় হুন্ডির ১২ লাখ টাকাসহ ১ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে।
আটক ব্যক্তি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মানের পুত্র উজ্জল সরদার। একই সময় অপর এক ব্যাক্তি ৫০ গ্রাম হিরোইন ফেলে পালিয়ে যায়।
২০-জয়পুরহাট বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী জানান, শুক্রবার দুপুরে আটাপাড়া সীমান্তের ২৮৪/০৬ পিলার এলাকা দিয়ে হুন্ডির টাকা পাচার হবে এমন গোপন সংবাদ পেয়ে আটাপাড়া ক্যাম্পের সদস্যরা ওঁত পেতে থাকে। এসময় হুন্ডির টাকাসহ উজ্জ্বলকে আটক করতে সক্ষম হলেও অন্যজন ১টি পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম ওজনের হিরোইন ফেলে পালিয়ে যায়। পরে আটক উজ্জ্বলকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়। (ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/এমএ)
মন্তব্য করুন