নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা
নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামে জিল্লুর শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জিল্লুর কোমখালী গ্রামের ভোলাই শেখের ছেলে।
জিল্লুর শেখের মেয়ে মনিরা পারভীন জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। এ সময় জিল্লুর শেখের সঙ্গী তরিকুল ইসলামকেও কুপিয়ে আহত করা হয়। তারা মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন।
আহত তরিকুল ইসলাম জানান, নড়াইল শহর থেকে কাজ শেষে রাতে জিল্লুরসহ তিনজন মোটরসাইকেলযোগে মাগুরার শালিখা উপজেলার গজনগর গ্রামের আজবাহারের বাড়িতে অনুষ্ঠানের দাওয়াত খেতে যান। সেখান থেকে বাড়িতে ফেরার পথে তাদের অপর সঙ্গী সাজ্জাদকে সিঙ্গিয়া গ্রামে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে জিল্লুর ও তিনি কোমখালীর উদ্দেশে রওনা হন।
রাত আড়াইটার দিকে সিঙ্গিয়া কবরস্থান এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেলের গতিরোধ করে তাদের কোপাতে থাকে। এ ঘটনায় জিল্লুর নিহত এবং তরিকুল আহত হন।
সদর থানার উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন