চাঁপাইনবাবগঞ্জের সাত ‘জঙ্গি’র রিমান্ড শুনানি মঙ্গলবার

প্রকাশ | ১৩ মে ২০১৭, ১৪:৫৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার সাত ‘জঙ্গি’র রিমান্ড শুনানি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে, যাদের চার কেজি গান পাউডার ও বিভিন্ন বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয়েছিল।

শনিবার সাত জঙ্গির ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন পুলিশ।

তারা হলেন হারুন অর রশিদ, কামাল উদ্দিন ওরফে সরকার, নাসিম রেজা ওরফে শাহিন, ফিরোজ, বাবু, আজিজুল হক ও আ. হাকিম।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছির উদ্দিন জানান, গত শুক্রবার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সাত জঙ্গিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মো.শহিদুল ইসলামের রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার তারিখ ধার্য করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আরও জানান, দায়ের করা মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/এমআর