পাবনায় জমি নিয়ে সংঘর্ষে ১৩ জন গুলিবিদ্ধ

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০১৭, ১৮:১২
ফাইল ছবি

পাবনায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে পুলিশ বলছে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার দ্বীপচর লাউদারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, দ্বীপচর লাউদারা গ্রামের রহিম প্রামাণিক ও তার ছেলে রানা প্রামাণিক এবং নজরুল ইসলাম ও হাবিবুর রহমানের মধ্যে ২০০৪ সাল থেকে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে দুপুরে রহিম প্রামাণিকের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হাবিবুর রহমানের লোকজনের ওপর অতর্কিত হামলা করে। এতে ১৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, সাংবাদিকরা সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে ১৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখেছেন। বাকিরা অন্যভাবে আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ছিল। আজ তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এর সংখ্যা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

(ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :