রায়পুরার ‘জলদস্যু’ সোহেল গ্রেপ্তার!

প্রকাশ | ১৩ মে ২০১৭, ১৯:১১

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরার নিলক্ষারচরের ‘জলদস্যু’, ‘অস্ত্র বিক্রেতা’ ও ‘সন্ত্রাসী’ সোহেল গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রায়পুরা, নবীনগর ও ভৈরবসহ বিভিন্ন থানায় কমবেশি ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, নিলক্ষারচরের গোপীনাথপুর গ্রামের এই সোহেল একজন পেশাদার অপরাধী। সে রায়পুরার মেঘনা নদীতে সংঘটিত বহুসংখ্যক নৌ-ডাকাতির হোতা। এলাকার দাঙ্গা হাঙ্গামায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও টেটাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র সরবরাহকারী। দীর্ঘ দিন পলাতক থাকার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

এলাকাবাসী জানায়,  শনিবার বেলা ১১টার দিকে সে নিলক্ষা থেকে আমিরগঞ্জ এলাকা দিয়ে নরসিংদী যাবার পথে আমিরগঞ্জ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে রায়পুরা থানার এসআই আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার জানান, নিলক্ষার সোহেল একজন ডাকাত, খুনি, সন্ত্রাসী। তাকে গ্রেপ্তার করা পুলিশের জন্য সুখবর। তবে আমি বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত নই। খবর নিয়ে আপনাদের জানাব।

(ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/এলএ)