ঝিনাইগাতীতে আদিবাসী ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০১৭, ২১:২১
অ- অ+

শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী মেয়ে ধর্ষণের ঘটনায় সুজন মারাক (১৮) নামে এক আদিবাসীকে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার তাকে শেরপুর আদালতে পাঠনো হয়েছে।

গ্রেপ্তার হওয়া সুজন সুজন কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, গত ২ মে দিবাগত রাতে সুজন মারাক তার প্রতিবেশি আদিবাসী মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী (১১) কে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর বিয়ে মাধ্যমে আপোস-রফার চেষ্টা চালান ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকশিসহ স্থানীয় আদিবাসী নেতারা। কিন্তু দীর্ঘ চেষ্টার পরও তারা আপোস-মীমাংসায় ব্যর্থ হয়ে গতরাতে ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার প্রেক্ষিতে গতরাত্রে অভিযুক্ত সুজন মারাক গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আদিবাসী আসামি সুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষণের মামলার বাদী-বিবাদী উভয় আদিবাসী (গারো) সম্প্রদায়ের লোক।

(ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা