অনলাইন সাংবাদিকতায় টেকসই মান সৃষ্টি করেছে ঢাকাটাইমস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মে ২০১৭, ০৯:০৬ | প্রকাশিত : ১৪ মে ২০১৭, ০০:২৮

দেশের মূলধারার শীর্ষ অনলাইন সংবাদপত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের পঞ্চম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন রাজনীতিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদসহ দেশের নানা পেশার বিশিষ্টজনরা। ঢাকাটাইমসের বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার প্রশংসা করে তারা বলেছেন, বাংলাদেশে অনলাইন সাংবাদিকতায় একটি টেকসই মানের সৃষ্টি করেছে নিউজপোর্টালটি। যুগের চাহিদা মেটাতে এ ধারা অব্যাহত রাখতে হবে বলে তারা গুরুত্ব আরোপ করেছেন।

২০১২ সালের ১৪ মে প্রখ্যাত সাংবাদিক আরিফুর রহমান দোলনের সম্পাদনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর অনলাইন সংবাদমাধ্যমটি নিরবচ্ছিন্নভাবে পাঁচ বছর শেষ করে ছয়ে পা রেখেছে আজ।

আওয়ামী লীগ

ঢাকাটাইমসের পঞ্চম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এই নিউজপোর্টালের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এই পেশাদারি বজায় রেখে কাজ করতে সক্ষম হবে ঢাকাটাইমস।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘ঢাকাটাইমসের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণমাধ্যমটির সব সংবাদকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নিউজ পোর্টালটি যেভাবে পাঠকপ্রিয়তা পাচ্ছে, আগামী দিনেও তা বজায় থাকবে বলে আশা করি।’

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে ঢাকাটাইমস ইতিমধ্যে পাঠকদের আস্থা অর্জন করেছে। আমি এ সংবাদমাধ্যমের সফলতা কামনা করি।’

দীর্ঘ পাঁচ বছরের পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে অনলাইন গণমাধ্যম জগতে ঢাকাটাইমস আলাদা জায়গা করে নিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি এ সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে বলে মনে করেন।

খালিদ মাহমুদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক মূল্যবোধে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে কাজ করছেন, তাতে ঢাকাটাইমস ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি।’ তিনি ঢাকাটাইমেসর সফলতা কামনা করেন।

বিএনপি

ঢাকাটাইমসের পঞ্চম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতারা। ঢাকাটাইমসের খবরের বস্তুনিষ্ঠতা ও বৈচিত্র্যের প্রশংসা করে তারা বলেন, এর মাধ্যমে পাঁচ বছরে গণমানুষের কাছে পৌঁছে গেছে ঢাকাটাইমস।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু পঞ্চম বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঢাকাটাইমস সব সময় তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করে। আমি নিউজ পোর্টালটি পছন্দ করি এবং নিয়মিত ভিজিট করি। অন্য পোর্টালগুলোর চেয়ে এখানে আলাদা অনেক খবর থাকে, যা সত্যি প্রশংসার দাবি রাখে।’ ‘ঢাকাটাইমস আগামী দিনে আরো বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করেন এই বিএনপি নেতা।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, ‘পাঁচ বছর খুব বেশি সময় না হলেও এরই মধ্যে গণমানুষের কাছে পৌঁছে গেছে ঢাকাটাইমস। আশা করি, আগামী দিনে বস্তুনিষ্ঠতা বজায় রেখে ঢাকাটাইমস পাঠকদের খবরের চাহিদা পূরণ ধারাবাহিকতা বজায় রাখবে।’ তিনি ঢাকাটাইমসের সফলতা কামনা করেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘একবিংশ শতাব্দীতে তথ্য মানুষের অস্তিত্বের অংশ। তথ্য মানুষকে বাঁচিয়ে রাখে। ঢাকাটাইমস সারা পৃথিবীর সংবাদ, তথ্য আমাদের সামনে উপস্থাপন করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে ঢাকাটাইমস। সাধারণ মানুষের ক্ষমতায়নে ঢাকাটাইমস তথ্যসেবা দিয়ে অসাধারণ ভূমিকা রেখে চলেছে। আমি ঢাকাটাইমসকে আন্তরিক অভিনন্দন জানাই।’

তথ্যের সুব্যবহার ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদকিতার যে মানদণ্ড ঢাকাটাইমস স্থাপন করেছে সেটি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ড. আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠতার বিষয়ে কোনো ছাড় দেয়া যাবে না। সঠিক তথ্য মানুষকে গতিশীল করে, আবার ভুল তথ্য মানুষকে পিছিয়ে দেয়।’

জবি উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান

পঞ্চম বর্ষপূর্তিতে ঢাকাটাইমসের বর্তমান ও ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের একটি শীর্ষ অনলাইন নিউজপেপার হিসেবে ঢাকাটাইমস সুনামের সঙ্গে কাজ করছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও পত্রিকাটি নিজের সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করে যাবে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জাতীয় সংগ্রামে ঢাকাটাইমস একটি শক্তি হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন ড. মীজানুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মফিজুর রহমান

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান ঢাকাটাইমসের পঞ্চম বছরপূর্তি আর ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘অনলাইন সাংবাদিকতার বিস্তৃত জগতে ঢাকাটাইমস আগের মতো বস্তুনিষ্ঠতা, পেশাদারি, বিশ্বাসযোগ্যতা ও দ্রুততার সঙ্গে তার দায়িত্ব পালন করতে সক্ষম হবে বলে আশা করি।’

সাবেক ক্রিকেট অধিনায়ক আকরাম খান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান এক শুভেচ্ছা বার্তায় জানান, তিনি নিয়মিত ঢাকাটাইমসের স্পোর্টস নিউজ ফলো করেন।

আকরাম খান বলেন, ‘ঢাকাটাইমসের পঞ্চম বর্ষপূতিতে আমার প্রাণঢালা অভিনন্দন। ঢাকাটাইমস বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের বিপুল আস্থা অর্জন করেছে। সামনের দিনগুলোতে আরো জনপ্রিয়তা পাবে বলে আশা করি।’

সাবেক টাইগার অধিনায়ক বলেন, ‘আমি স্পোর্টসের মানুষ। পত্রিকা বা নিউজ পোর্টালের স্পোর্টস পাতাতে স্বাভাবিকভাবে চোখ থাকে আমার। আমি ঢাকাটাইমসের স্পোর্টস নিউজ সব সময় ফলো করি। কারণ, এখানকার নিউজে বস্তুনিষ্ঠতা ও গ্রহণযোগ্যতা খুঁজে পাই। পাশাপাশি এখানে অনেক ধরনের মজাদার নিউজও পাওয়া যায়। ঢাকাটাইমসের স্পোর্টস পরিবারের জন্য আমার প্রাণঢালা অভিনন্দন রইল।’

আইনজীবী ব্যারিস্টার গোলাম সরওয়ার পায়েল

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার গোলাম সরওয়ার পায়েল ঢাকাটাইমসকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আইনজীবীদের মধ্যে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস। খুব দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহ করছে অনলাইনটি। নিরপেক্ষতার প্রতিচ্ছবি হলো ঢাকাটাইমস। ঢাকাটাইমসে নতুন সংবাদের জন্য আমরা সব সময় অপেক্ষায় থাকি।’ দিন দিন এর পাঠকপ্রিয়তা বাড়ছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪মে/এসএএফ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

ডিইউজে নির্বাচন: সোহেল-তপু সভাপতি, আকতার সম্পাদক

ঈর্ষান্বিত ও উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে ঢাকা টাইমস সম্পাদককে

শেরপুরের সাংবাদিক রানাকে কারাদণ্ডে সম্পাদক পরিষদের উদ্বেগ

নকলায় সাংবাদিককে কারাদণ্ড: আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :