লালমনিরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৪ মে ২০১৭, ১৪:৪৬
জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় রবিবার সকালে পানিতে ডুবে জান্নাতুল আক্তার ও সুক্তা আক্তার নামে দুই শিশু মারা গেছে।
সানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর গফুর বলেন, ওই এলাকার সাহদাত আলমের ১৪ মাস বয়সী শিশু কন্যা জান্নাতুল আক্তার ও শফিকুল ইসলামের ১৬ মাস বয়সী শিশু কন্যা সুক্তা আক্তার বাড়ির পাশে উঠানে খেলছিল। এ সময় শিশু দুটি পাশে বৃষ্টির পানি জমে থাকা ডোবায় পড়ে যায়। পরে হাতীবান্ধা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/১৪মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন