পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রাসেলসে মসজিদ পরিদর্শন

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মে ২০১৭, ১৮:৫৮

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্রাসেলসে প্রবাসী বাঙালিদের প্রতিষ্ঠিত মসজিদ পরিদর্শন করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।

এসময় প্রতিমন্ত্রী প্রবাসে মসজিদ তৈরি করায় উপস্থিত সকল মুসল্লিদের ধন্যবাদ জানান এবং মসজিদের উন্নয়নের জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেন।

নামাজ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে মসজিদ কমিটির সহ-সভাপতি মোতাহার হোসেন চৌধুরী উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেন।

এসময় মন্ত্রী বলেন, আমি এই প্রথম বিদেশের মাটিতে বাংলাদেশিদের (মালিকানা সূত্রে) মসজিদে সবাইকে নিয়ে নামাজ আদায় করলাম। আপনাদের সাথে নামাজ আদায় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি বলেন, আপনারা এক একজন বাংলাদেশের এক একজন প্রতিনিধি, দল-মত নির্বিশেষে আপনারা বাংলাদেশের প্রতিনিধি হয়ে দেশের সুনাম রক্ষায় একসাথে কাজ করবেন- এটাই আমার প্রত্যাশা।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ বুলু, শহিদুল হক, এম এম মোর্শেদ, আক্তারুজ্জান, মনির হোসেন, খালেদ মিনহাজ, মো. আরিফ উদ্দিন, মোস্তাফিজ উল প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪মে/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :