প্রতিবন্ধী আদিবাসী মেয়েকে ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০১৭, ১৯:৪৫
অ- অ+
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী আদিবাসী মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে মধুখালী পৌর এলাকার চন্দনা নদীর তীরবর্তী একটি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কিশোরী বাক্, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী। চার বোনের মধ্যে সে বড়।

অভিযোগ পৌর এলাকার বৈকুন্ঠপুর মহল্লার আফসার শেখ (৫৫) নামে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে। আফসার শেখ বিবাহিত এবং সাত ছেলে মেয়ের বাবা।

ওই কিশোরী মা জানান, শনিবার দুপুরে প্রতিবন্ধী মেয়ে ছাড়া আর কেউ বাড়িতে ছিল না। এই সুযোগে আফসার শেখ ওই কিশোরী মুখ আটকে নদীরপাড়ে নিয়ে তাকে ধর্ষণ করে।

আফসার শেখের ছেলে জানান, এ ঘটনার পর তার বাবাকে এলাকাবাসী মারপিট করে। এরপর তিনি (আফসার) এলাকা ছেড়ে চলে যান। তিনি দাবি করেন, তার বাবা মানসিকভাবে ভারসাম্যহীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, আদিবাসী এই পরিবারটি লোকলজ্জার ভয়ে ধর্ষণের বিষয়টি প্রথমে গোপন রেখেছিল। রবিবার দুপুরে আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। ওই মেয়ের শারীরিক পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। আফসার শেখকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা